দেওয়ান তৈমুর রাজা চৌধুরী বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে ১৯১৩ সালে মরমী কবি হাছন রাজার পরিবারে জন্মগ্রহন করেন বিশ্বনাথের প্রথম মন্ত্রী দেওয়ান তৈমুর রাজা চৌধুরী । তিনি ছিলেন কাব্যবিশারদ , আসাম পাদেশিক পরিষদ সদস্য ও গীতিকার দেওয়ান একলিমুর রাজা চৌধুরীর এবং ধর্মপ্রাণ ও দানশীল রমনী মেহেরজানবানু চৌধুরীর প্রথম পুত্র । দেওয়ান তৈমুর রাজা চৌধুরী ১৯৭৯ সালে জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বনাথ – দক্ষিন সুরমা নির্বাচনী আসনে প্রথমবারের মত জাতীয় পরিষদ সদস্য ( এমপি ) নির্বাচিত হন। ঐ বছর তিনি রেলওয়ে , সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি ৫ সন্তানের জনক ছিলেন । তার প্রথম পুত্র দেওয়ান শমসের রাজা চৌধুরী ১৯৯০ সালে প্রথমবারের মত বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বনাথের এই কৃতিসন্তান ১৯৯৭ সালের ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন ।