২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মন্ত্রী

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর - ১০ - ২০১৬ | ৪: ১২ অপরাহ্ণ | সংবাদটি 2883 বার পঠিত

দেওয়ান তৈমুর রাজা চৌধুরী বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে ১৯১৩ সালে মরমী কবি হাছন রাজার পরিবারে জন্মগ্রহন করেন বিশ্বনাথের প্রথম মন্ত্রী দেওয়ান তৈমুর রাজা চৌধুরী । তিনি ছিলেন কাব্যবিশারদ , আসাম পাদেশিক পরিষদ সদস্য ও গীতিকার দেওয়ান একলিমুর রাজা চৌধুরীর এবং ধর্মপ্রাণ ও দানশীল রমনী মেহেরজানবানু চৌধুরীর প্রথম পুত্র । দেওয়ান তৈমুর রাজা চৌধুরী ১৯৭৯ সালে জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বনাথ – দক্ষিন সুরমা নির্বাচনী আসনে প্রথমবারের মত জাতীয় পরিষদ সদস্য ( এমপি ) নির্বাচিত হন। ঐ বছর তিনি রেলওয়ে , সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি ৫ সন্তানের জনক ছিলেন । তার প্রথম পুত্র দেওয়ান শমসের রাজা চৌধুরী ১৯৯০ সালে প্রথমবারের মত বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বনাথের এই কৃতিসন্তান ১৯৯৭ সালের ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন ।

error: Content is protected !!