বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ১৯৪৬ সালের ১৬ই জানুয়ারী জন্মগ্রহন করেন বিশ্বনাথের ইতিহাসের প্রথম বিশ্বনাথী সংসদ সদস্য নুরুল ইসলাম খান । রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম খান এর পিতার নাম মরহুম মুহাম্মদ ফিরুজ খান ও মাতার নাম মরহুমা নুরুন নেছা খানম । বাবা ছিলেন ব্রিটিশ সিটিজেন । তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে বিশ্বনাথ – দক্ষিন সুরমা নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সেই সংসদে সর্বকনিষ্ট সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন । ইতিহাসের বরপুত্র নুরুল ইসলাম খান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম জেনারেল আতাউল গনি ওসমানীর ঘনিষ্ঠ সহচর ছিলেন ও তার হাতে গড়া সংগঠন জাতীয় জনতা পার্টির বর্তমান চেয়ারম্যান । তিনি বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন ।আইনপেশায় নিয়োজিত নুরুল ইসলাম খান ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ৪ সন্তানের জনক। তার ১ম কন্যা চিকিৎসা পেশায় এবং ১ম পুত্র আইন পেশায় নিয়োজিত ।