৯ই জুন, ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দারিদ্র সীমা

প্রকাশিত হয়েছে: নভেম্বর - ৯ - ২০১৬ | ৪: ৩৫ অপরাহ্ণ | সংবাদটি 574 বার পঠিত

(ক) দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার: ৪২%

(খ) কর্মজীবী ও বেকার জনসংখ্যার হার:
১. কর্মজীবী জনসংখ্যার হার ২৮.৫৪%
২. বেকার জনসংখ্যার হার ২৩.৪৬% 

(গ) মোট জনগোষ্ঠীর বসত বাড়ীর অবস্থা:
১। পাকা বাড়ির সংখ্যা- ২৯.০০%
২। আধাপাকা বাড়ির সংখ্যা-৫৪.৫০%
৩। কাঁচা বাড়ির সংখ্যা-১২.০০%
৪। গৃহহীন এর সংখ্যা-৪.৫০% 

(ঘ) ভূমিহীন, ভিক্ষুক ও পঙ্গু জনসংখ্যার বিন্যাস:
১। ভূমিহীনের সংখ্যা মোট ২৯০০ জন তন্মধ্যে পুরুষ ১৭৫৬ জন ও মহিলা ১১৪৬ জন।
২। ভিক্ষুকের সংখ্যা মোট ৬০৭ জন তন্মধ্যে পুরুষ ৩২৫ জন ও মহিলা ২৮২ জন।
৩। পঙ্গুর সংখ্যা মোট ৬১৮ জন তন্মধ্যে পুরুষ ৩৪৬ জন ও মহিলা ২৭২ জন। 

(ঙ) কৃষি ও অকৃষি ক্ষেত্রে নূন্যতম মজুরী:
১। কৃষি মজুরী- ৩০০ টাকা (গড়ে)
২। অকৃষি মজুরী -৪০০ টাকা (গড়ে)

error: Content is protected !!