৯ই জুন, ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভৌত অবকাঠামো

প্রকাশিত হয়েছে: নভেম্বর - ৯ - ২০১৬ | ৭: ০৮ অপরাহ্ণ | সংবাদটি 575 বার পঠিত

বিশ্বনাথ উপজেলায় উন্নত সড়ক ব্যবস্থা বিদ্যমান। অত্র উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সঙ্গে পাকা রাস্তা দ্বারা সংযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদ ছাড়াও হাট বাজারের সঙ্গেও পাকা রাস্তা সংযোগ রয়েছে। এ উপজেলায় রয়েছে এল.জি.ই.ডি এর মোট ২১৮ কি: মি: ও সি.এন.বি এর ১৯ কি: মি: পাকা রাস্তা এবং এল.জি.ই.ডি এর ৪৮৬ কি: মি: এবং ছোট বড় প্রায় ৭৬৪টি কালভার্ট।

নদী পথেও এ উপজেলায় যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ৪০ কি: মি: নদী পথের মধ্যে সারা বছর মাত্র ৪ কি: মি: যোগাযোগ করা যায়। দিন দিন নদী ভরাটের ফলে এ অবস্থা হয়েছে। ৫০০ কি: মি: খালের মধ্যে এর অস্তিত্ব বর্তমানে ভরাট এর ফলে অনেক বেশি কমে গেছে। আস্তে আস্তে নদী ও খাল বিল বিলীন হয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে।
আকাশ পথে এ উপজেলার কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকলেও রেলপথে রয়েছে একটি রেল ষ্টেশন ও ১২কি: মি: রেল লাইন যা জনসাধারণ ও মালামাল পরিবহণে ব্যবহৃত হচ্ছে

error: Content is protected !!