(ক) সাধারণ রোগ:- ডায়রিয়া, পেপটিক আলসার, চর্মরোগ, অপুষ্টি, রক্ত স্বল্পতা, সর্দি, জ্বর, কাশি, শ্বাসতন্ত্রের রোগ, নিউমোনিয়া, কৃমি ও আমাশয়, ইত্যাদি রোগ বেশি হতে দেখা যায়।
(খ) হাসপাতাল :- এ উপজেলায় ৩১ সয্যা বিশিষ্ট ১টি সরকারী হাসপাতাল, ৭টি ইউনিয়ন সাব সেন্টার ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে এবং কয়েটি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
(গ) গড় আয়ু:- এ উপজেলার মানুষের আনুমানিক গড় আয়ু ৬০ বছর।
(ঘ) ফার্ম্মেসী:- এ উপজেলায় প্রায় শতাধিক ফার্মেসী রয়েছে।
(ঙ) ইপিআই কার্যক্রম:- এ উপজেলায় ১৯৫ টি ইপিআই টিকা দান কেন্দ্র রয়েছে।