৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্কাউটস আন্দোলনে বিশ্বনাথ

প্রকাশিত হয়েছে: নভেম্বর - ২৩ - ২০১৬ | ৭: ৫৮ অপরাহ্ণ | সংবাদটি 1100 বার পঠিত

স্কাউটস আন্দোলনেও প্রায় ৪ দশকের এক গৌরবোজ্জ্বল কৃতিত্ব এবং ঐতিহ্যের দাবিদার শান্তির জনপদ বিশ্বনাথ। ১৯৭৮ সালে বিশ্বনাথের ক্রীড়া ও স্কাউটস আন্দোলনের মহানায়ক মরহুম শামছুল ইসলাম ভূইয়া, কারিকোনার গোলাম মোস্তফা, আজিজুর রহমান আব্দুশ শহীদ, অধ্যাপক আব্দুল মতিন, বিশ্বনাথেরগাঁও এর জনাব আব্দুল ওয়াহিদ, শাহজিরগাঁও এর ইসহাক আলী দুদুকে নিয়ে রামসুন্দর হাইস্কুল স্কাউটস দল নামে বিশ্বনাথের প্রথম স্কাউটস দল নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তা আজ কালের পথ পরিক্রমায় এগিয়েছে অনেক দূর। তাদেরকে অনুসরণ করে স্কাউটস আন্দোলনের মুলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এবং জনাব শামছুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে বিশ্বনাথের প্রায় সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে অসংখ্য স্কাউটস ও কাব দল। এর পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় জাম্বুরী, কাব ক্যাম্পুরী এবং বিভিন্ন সমাবেশে অংশ নিয়ে বিশ্বনাথের ছেলেরা অনেক কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এ ছাড়া জানাইয়া গ্রামের দেবব্রত দত্ত চৌধুরী (মৃদুল) সিলেট এইডেড হাই স্কুলে লেখা-পড়াকালীন সময়ে সিলেটের প্রথম নৌ স্কাউটস্ দল এবং দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বিশ্বনাথ কলেজ মাঠে প্রথম জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!