৯ই জুন, ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রিটেনে ১ম বাংলাদেশী কাউন্সিলর বিশ্বনাথের মনোয়ার হোসেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর - ২৯ - ২০১৬ | ৮: ০৮ অপরাহ্ণ | সংবাদটি 891 বার পঠিত

বিশ্বনাথের মনোয়ার হোসেন ১ম বাংলাদেশী হিসেবে ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হয়ে অনন্য এক রেকর্ড গড়েন।এর পূর্বে কোন বাংলাদেশী এপদে নির্বাচিত হননি। যার কারনে ব্রিটেনে বাংলাদেশীদের ইতিহাসে মনোয়ার হোসেনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ১৯৭২ সালে ব্রিটেনের ব্রাডফোর্ড সিটি কাউন্সিলের একটি ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।মনোয়ার হোসেন বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের হাজারী গাওঁ গ্রামে জন্ম গ্রহন করেন।বিশ্বনাথের এই কৃতি সন্তান বৃটেনে ১ম প্রজন্মের বাংলাদেশীদের একজন, যার কারনে প্রবাসে অনেক ইতিহাসের সাথে ‍তিনি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।প্রাচীন বাংলাদেশী রেষ্টুরেন্ট “কাশ্মীর” ও “কোহিনুর” এবং বাংলাদেশী সংগঠন বাংলাদেশ পিপলস এসোসিয়েসন প্রতিষ্টাতা।তিনি ছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তানের শিক্ষা মন্ত্রী সিলেটের কৃতি সন্তান মরহুম আব্দুল হামিদের জামাতা।

error: Content is protected !!