জানুয়ারীতে অফিসিয়েলী আসছে আমার বিশ্বনাথ
প্রকাশিত হয়েছে: নভেম্বর - ৩০ - ২০১৬ | ৮: ০৯ অপরাহ্ণ | সংবাদটি 559 বার পঠিত
২০১৭ এর জানুয়ারীতে অফিসিয়েলী আসছে বিশ্বনাথ ইতিহাস ঐতিহ্য বিষয়ক ১ম ওয়েবসাইট “আমার বিশ্বনাথ”। যদি আল্লাহপাকের ইচ্ছা হয় তাহলে জানুয়ারী মাসের কোন একদিন আনুষ্টানিকভাবে এর উদ্বোধন হবে এর জন্য আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি।