৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেট-২ আসনে ১ম জাতীয় পার্টির এম.পি নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখালেন ইয়াহহিয়া চৌধুরী এহিয়া

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর - ৪ - ২০১৬ | ৭: ৩৩ অপরাহ্ণ | সংবাদটি 905 বার পঠিত

স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর আমরা পেরিয়ে এসেছি। ইতিমধ্যে সিলেট – ২ আসনে ১০টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এরমধ্যে ৮ জন ১০ বার বিজয়ী হয়েছেন। ৭ম ও ১০ম সংসদ নির্বাচন ব্যতিত বাকীগুলো ছিল অপেক্ষাকৃত অবাধ ও সুষ্ট নির্বাচন। ২০১৪ সালের পূর্ব পর্যন্ত অর্থাৎ ১০ম সংসদ পর্যন্ত সিলেট – ২ আসনে বিশ্বনাথ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় পার্টির কোন প্রার্থীই বিজয়ী হতে পারেননি। স্বাধীনতার দীর্ঘ ৪১ বছর এবং ১ম সংসদের ৩৯ বছর পর ১০ম সংসদ নির্বাচনে এসে প্রথমবারের মত ১ম কোন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন ইয়াহহিয়া চৌধুরী এহিয়া । এই আসনে ১৯৯১ সালে জাতীয় পার্টির প্রার্থী , দুবারের উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানকে হারিয়ে স্থানীয় রাজনীতিতে দারুন এক চমক দেখান ইয়াহহিয়া চৌধুরী এহিয়া । সেই নির্বাচনে তিনি পান এবং স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান পান ভোট। সিলেট ২ আসনে বিশ্বনাথ থেকে ভবিষ্যতে হয়ত আরো জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হবেন , কিন্তু বিশ্বনাথ থেকে ৩৯ পর প্রথম প্রবাসী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার রেকর্ড কেবল ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার নামের পাশেই কেবল শুভা পাবে।

error: Content is protected !!