বিশ্বনাথের তরুন মুহাম্মদ ফাহিম আহমদ যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স এর উপর কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছে । বিশ্বনাথের মেধাবী এই তরুন একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে বি.এস.সি অনার্স ডিগ্রী অর্জন করে । ফাহিমের বাবার নাম ফারুক মিয়া ও মায়ের নাম মোছাম্মাৎ আফিয়া বেগম । তারা দীর্ঘদিনধরে যুক্তরাজ্যের ব্রাইটন শহরের বাসিন্দা । তাদের দেশের বাড়ী বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামে ।
ফাহিম তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার বাবা বিশিষ্ট কমিউনিটি নেতা ও তরুন সমাজসেবী ফারুক মিয়া , মাতা আফিয়া বেগম ও শিক্ষক – শিক্ষিকার অবদান এবং সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরন করে ও ভবিষ্যতে লেখাপড়ায় আরো সাফল্যের জন্য দেশব্যাপী ও প্রবাসীদের দোয়া কামনা করেছে ।