বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ১৯৫২ সনের ১৪ই মার্চ জন্ম গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রউফ। পিতা আলহাজ্ব মরহুম কেরামত আলী এবং মাতা আলহাজ্ব মরহুমা হাবিবুন নেছা। ভাই বোন ৩ জন। আই এ পর্যন্ত লেখাপড়া করা আলহাজ্ব এম এ রউফ ২২ বৎসর বয়সে দেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেন কর্নেল মীর শওকত আলীর অধীনে সৈনিক হিসেবে। এম এ রউফ রাইফেল, এস.এল.আর, এল.এম.জি পরিচালনা করতে পারতেন এবং ভারতে প্রশিক্ষণ নেন। প্রবাসী এম এ রউফ ১৯৭৬ সালে রাবেয়া বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির ৩ ছেলে ও ৩ মেয়ে। তারা ব্রিটেনে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্টিত । এম এ রউফ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ.কের প্রাক্তন সভাপতি ও প্রবাসে বিভিন্ন কমিউনিটি কাজে একজন নিবেদিত প্রান ব্যাক্তিত্ব।