৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আব্দুল জব্বার

প্রকাশিত হয়েছে: এপ্রিল - ২৩ - ২০১৭ | ৯: ০৪ অপরাহ্ণ | সংবাদটি 1306 বার পঠিত

বিশ্বনাথীদের মধ্যে আব্দুল জব্বার  সর্বপ্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন
বিশ্বনাথের ইতিহাসে আব্দুল জব্বার প্রথম ব্যাক্তি হিসেবে যুক্তরাজের ওল্ডহাম বরা কাউন্সিলের মেয়র  নির্বাচিত হন। শুধু তাই নয় ওল্ডহাম বরা কাউন্সিলের প্রথম বাংলাদেশী মেয়র  হিসেবেও আব্দুল জব্বার ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন।  তিনি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম ইলিয়াস আলী ও মাতার নাম আলীজান বিবি।
আব্দুল জব্বার মাত্র ১২ বছর বয়সে তার পিতার  সাথে যুক্তরাজ্যে পাড়ি দেন । এরপর তিনি সেকেন্ডারি স্কুলে পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটি অফ মাল ফোর্ড থেকে এম .এস সি ডিগ্রী অর্জন করেন এবং হাউজিং ম্যানেজার হিসেবে রচডেল কাউন্সিলে বর্তমানে তিনি  কাজ করছেন। কৈশোর থেকেই আব্দুল জব্বার নিজ কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন।

তিনি ১৯৯৪ সালে সর্বপ্রথম ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের  কাউন্সিলর নির্বাচিত হন । এরপর এক টানা তিনবার তিনি কাউন্সিলর নির্বাচিত হয়। এরপর ২০০৩ সালে বিপুল ভোটে ডেপুটি মেয়র এবং ২০০৪ সালে মেয়র নির্বাচিত হন । ব্রিটেনের বিভিন্ন  কাউন্সিলে  বিশ্বনাথের বিভিন্ন ব্যাক্তি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেও  বিশ্বনাথীদের মধ্যে আব্দুল জব্বার  সর্বপ্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি বৃটেনের ওল্ডহাম কাউন্সিলের প্রায় ৩০ বৎসরের ইতিহাসে ব্রিটেনের উত্তর পশ্চিম অঞ্চলের সর্বপ্রথম বাংলাদেশী ও সর্বকনিষ্ট মেয়র । তিনি মেয়র নির্বাচিত হওয়ার পূর্বে ওল্ডহাম কাউন্সিলের সর্বপ্রথম একজন বাঙ্গালী ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন বৃটেনের লেবার পার্টি থেকে নির্বাচিত আব্দুল জব্বার মেয়র হবার পূর্বে উক্ত  কাউন্সিলের অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে ও অধিষ্টিত ছিলেন । বর্তমানে তিনি ওল্ডহাম কাউন্সিলে ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ওল্ডহামের বিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক ও সমাজ কল্যান মূলক কাজেও তিনি নানা ভাবে জড়িত । তার বিশেষ উদ্যোগে ও নিরলস প্রচেষ্টায় ১৯৯৮ সালে ওল্ডহামে সর্বপ্রথম স্থায়ী  শহীদ মিনার ও ২০০০   সালে একই শহরে  শাপলা চত্বর নির্মিত হয়।
। ব্যাক্তিগত জীবনে তিনি ইমরানা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ব হন এবং এক পুত্র এবং এক কন্যাকে নিয়ে রয়েছে তাদের  সুখের সংসার ।

error: Content is protected !!