গ্রন্থাগার আন্দোলনের পথিকৃত মৌলভী মোহাম্মদ নুরুল হক এর সন্তানদের মধ্যে যেকজন প্রতিভার স্বাক্ষর রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে লেফট্যানেন্ট কর্ণেল পদে কর্মরত জিয়াউল হক খালেদ
গ্রন্থাগার আন্দোলনের পথিকৃত মৌলভী মোহাম্মদ নুরুল হক এর সন্তানদের মধ্যে যেকজন প্রতিভার স্বাক্ষর রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে লেফট্যানেন্ট কর্ণেল পদে কর্মরত জিয়াউল হক খালেদ । তিনি সিলেট শহরের দরগা মহল্লায় নিজ বাসায় ১৯৬৮ সালের ১৫ জুন জন্ম্রগহন করেন। তার পিতার নাম মো.নুুরুল হক ও মাতার নাম নূরুন নেছা হক এবং বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামে রয়েছে তার পৈত্রিক ভূমি ।
জিয়াউল হক খালেদ আম্বরখানা দরগাহ গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ,সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি সিলেট ক্যাডেট কলেজ থেকে এইচ.এস.সি ,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কৃতিত্বের সাথে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ করেন।
জিয়াউল হক খালেদ লেখাপড়া শেষ করে ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফট্যানেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। জিয়াউল হক খালেদ নিজ যোগ্যতা বলেই জাতিসংঘের অধীনে বিভিন্ন বিদেশী মিশনে কাজ করার সুযোগ পেয়েছেন । তার মধ্যে সিয়েরালিওন ও লাইবেরিয়া অন্যতম । যেটা অনেকের পক্ষে সম্ভব হয় না । দেশে বিদেশে বিভিন্ন সময় গুরুত্বপূর্ন ভূমিকা রেখে বিপুল সুনাম অর্জনে সফল হয়েছেন । সাভার ,চট্রগ্রাম যশোর প্রভৃতি কর্মক্ষেত্রে ছাড়াও তিনি সিয়েরালিওন ও লাইবেরিয়া ভ্রমন করেছেন। সেখানে সততা ও নিষ্টার সাথে পালন করেছেন অনেক গুরুদায়িত্ব ।
বিশ্বনাথের কৃতিসন্তান জিয়াউল হক খালেদ বর্তমানে সততা , নিষ্টা , অধ্যবসায় ,এবং কঠোর পরিশ্রম করে তিনি ধাপে ধাপে অনেক পথ পেরিয়ে এসে তিনি আজ লেফট্যানেন্ট কর্ণেল পদে কর্মরত আছেন । জিয়াউল হক খালেদ বিশ্বনাথ উপজেলার এক স¤ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান । তার পিতা মৌলভী মোহাম্মদ নুরুল হক ছিলেন একজন বিদ্যানুরাগী ,বাংলা একাডেমীর আজীবন ফেলো, গ্রন্তাগার আন্দোলনের অগ্রসৈনিক,বাংলাদেশের প্রাচীন পত্রিকা মাসিক আল ইসলাহর প্রতিষ্টাতা ও সম্পাদক । জিয়াউল হক খালেদের জ্যৈষ্ঠ ভ্রাতা আজিজুল হক মানিক ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২বারের নির্বাচিত কাউন্সিলর , জাতীয় ভাবে পুরষ্কার প্রাপ্ত একজন বিতার্কীক , এছাড়া তিনি বর্তমানে সিলেটের প্রাচীনতম পত্রিকা দৈনিক জালালাবাদ সম্পাদনা করছেন। আর তাদের তৃতীয় বোন রোকেয়া খাতুন রুবি বিশ্বনাথ উপজেলার প্রথম মাস্টার্স ডিগ্রী অর্জনকারী নারী ।
ব্যাক্তিগত জীবনে তিনি সাবেক এমপি এম এম মুকিত খানের কন্যা খবর পাঠিকা ও গায়িকা সুলতানা শারমিন খান ্এর সাথে বিবাহ বন্দনে আবদ্দ হনএবং তাদের রয়েছে দুই পুত্র সন্তান।