৯ই জুন, ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আজিজুল হক মানিক

প্রকাশিত হয়েছে: এপ্রিল - ২৪ - ২০১৭ | ৯: ২৪ অপরাহ্ণ | সংবাদটি 1061 বার পঠিত

সাংবাদিক,সুবক্তা,লেখক,জনপ্রতিনিধি,সংগঠকসহ বহু প্রতিভার অধিকারী বিশ্বনাথের আলোকিত পরিবারের এক সন্তান আজিজুল হক মানিক।
সাংবাদিক,সুবক্তা,লেখক,জনপ্রতিনিধি,সংগঠকসহ বহু প্রতিভার অধিকারী বিশ্বনাথের আলোকিত পরিবারের এক সন্তান আজিজুল হক মানিক। তিনি ১৯৬০ সালের ১৮মার্চ সিলেট শহরের ঝর্নারপাড়ে জন্মগ্রহন করেন।তার পৈত্রিক নিবাস বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামে।তার পিতা মুহম্মদ নূরুল হক  ছিলেন গ্রন্থাগার  আন্দোলনের পথিকৃৎ ,ভাষা সৈনিক ,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রাণ পুরুষ ও প্রাচীনতম পত্রিকা মাসিক আল-ইসলাহর এর স¤পাদক ।আর  মাতা  বেগম নূরুন্নেসা হক ছিলেন একজন বিদূষী ও বিশিষ্ট লেখিকা । আজিজুল হক মানিকের প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৭৬ সালে সাপ্তাহিক একটি  পত্রিকা।

পরবর্তীতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তার অনেক ছড়া কবিতা ,প্রবন্ধ ও গল্প প্রকাশিত হয় ।তিনি দুটো গ্রন্তের সম্পাদনার দায়িত্ব পালন করেন এবং ঐতিহ্যবাহী সাহিত্য মাসিক আল ্ইসলাহর সম্পাদকের দায়িত্ব পালন করেন,পাশাপাশি তিনি বর্তমানে সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করেন।গোলাপকুড়িঁ নামের শিশু সংগঠনের তিনি ছিলেন অন্যতম প্রতিষ্টাতা ।

যা পরবর্তিতে ফুলকুড়িতে পরিনত হয় ১৯৭৯ সালে মদনমোহন কলেজে ভর্তির পর তিনি ছাত্র আন্দোলনের এক বলিষ্ট নেতা হিসেবে সামনের সারিতে চলে আসেন। যুক্তিপূর্ণ জ্বালাময়ী বক্তৃতার কারনে খুব কম সময়ের মধ্যে তিনি ছাত্র ছাত্রীদের মাঝে এক জনপ্রিয় ব্যাক্তিত্বে পরিণত হন। ১৯৮২ সালে মদন মোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জি.এস (সাধারন সম্পাদক) নির্বাচিত হন । কলেজে থাকাবস্থায় আজিজুল হক মানিক সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। ১৯৮১ সালে সাপ্তাহিক সিলেট কন্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় তার হাতেখড়ি পরবর্তীতে দৈনিক জালালাবাদ পত্রিকার জন্মলগ্ন থেকেই এর সাথে সম্পৃক্ত হন । সেই পত্রিকাটির সাথে আজ ও সম্পর্ক রেখেছেন।আজিজুল হক মানিক তার পিতার গড়া কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ বর্তমান সাধারন সম্পাদক ।

একজন সফল সমাজসেবী হিসেবে তিনি সিলেট সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ১ নং ওয়ার্ডে দুই দুই বার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। সিলেট সিটি কর্পোরেশনের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সমাজের উন্নয়নে অনন্য অবদান রাখেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রীদারী বিশ্বনাথের কৃতিসন্তান সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত । তার স্ত্রী পেশায় একজন শিক্ষক । বিশ্বনাথের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আজিজুল হক মানিক চার সন্তানের জনক

error: Content is protected !!