যুক্তরাজ্যের বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান কাউন্সিলর এবং ডেপুটি মেয়র হচ্ছেন বিশ্বনাথের সিরাজুল ইসলাম।
ব্রিটেনে বিশ্বনাথের যেকজন কাউন্সিলর একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়ে বিলাতের মাটিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সিরাজুল ইসলাম । তিনি যুক্তরাজ্যের বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান কাউন্সিলর এবং ডেপুটি মেয়র । তিনি উক্ত কাউন্সিলে পরপর চারবার নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন। সিরাজুল ইসলাম বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ধর্মদা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তার পিতার নাম মরহুম শেখ আজর আলী । তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনালগ্রীন সাউথ ওয়ার্ডের কাউন্সিলর ।
গত ২০১৪ সালে সর্বশেষ কাউন্সিল নির্বাচনে সিরাজুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়ে তার দল লেবার পার্টি তাকে উক্ত কাউন্সিলে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত করে । সিরাজুল ইসলাম লন্ডনের সেন্টরাথ হসপিটালের কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। এছাড়া তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। তিনি কাউন্সিলের সোসিয়েল সার্ভিসের লিভ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।