ফারহানা খান ইভা’র গ্রামের বাড়ী বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বৃহত্তর সিংগেরকাছ এলাকার খানপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আযম খান ও মাতার নাম মোছা. ডলি খান। লন্ডনের মেট্রোপলিটন ইনির্ভারসিটি থেকে কম্পিউটার এবং তথ্য ও প্রযুক্তির উপর বি.এস.সি অনার্স সম্পূন্ন করে বিশ্বনাথের এই তরুণী বর্তমানে ঢাকায় ব্রুনাই দূতাবাসে হাই কমিশন অফিসে উচ্চপদে কর্মরত আছেন।