মো. সোনাহর আলী টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম বিশ্বনাথী কাউন্সিলর যিনি এ কাউন্সিলের লেবার গ্রুপের হুইপ নির্বাচিত হয়ে ছিলেন ।তিনি ১৯৯৪ -৯৮ সাল পর্যন্ত লেবার পার্টির মনোয়নে উইভার্স ওয়ার্ড থেকে নির্বাচিত হন । তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের মরহুম ওয়াজিদ আলীর সন্তান ।১৯৭৩ সালে তিনি বিলেতে আসার পর থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ।এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যস্থ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ,ইউরোপিয়ান হিউম্যান রাইটস এর গ্রুপ মেম্বার ,ফেডারেশন অব বাংলাদেশের সে্ক্রেটারী এবং জি এলসির এন্ট্রি রেসিস্ট সাব কমিটির মেম্বার ।