১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রাককথন

প্রকাশিত হয়েছে: নভেম্বর - ১ - ২০১৬ | ৯: ০০ অপরাহ্ণ | সংবাদটি 581 বার পঠিত

প্রকৃতির অপূর্ব নয়নাভিরাম  সৌন্দযের স্বপ্নপুরী দুটি পাতা একটি কুঁড়ির দেশ পূণ্যভূমি সিলেটের অন্যতম একটি প্রবাসী অধ্যুষিত উপজেলার নাম হচ্ছে- বিশ্বনাথ। বিশ্বনাথকে নিয়ে প্রাচীন কালের কোন গ্রন্থ বা তথ্য একদম নেই। তথাপি শ্রীহট্টের ইতিহাস ও সিলেট বিভাগের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় হাজার বছরের ঐতিহ্য ও সামাজিক পরিবেশে গড়ে উঠেছে বিশ্বনাথের ইতিহাস। ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রা:) এর অন্যতম সফর সঙ্গী শাহ চান্দ, শাহ কালু, শাহ কবির সহ অসংখ্য সুফী-সাধক,সাধু-সন্নাসী, জ্ঞানী-গুণি, কীর্তিমান পুরুষদের স্মৃতি বিজড়িত এক আলোকিত জনপদ বিশ্বনাথ। এ অঞ্চলের অসংখ্য কৃতিসন্তানদের আবির্ভাবে বিশ্বনাথবাসী গর্বিত এবং ধন্য। বিশ্বনাথের এসব কৃতিসন্তানদের অমর কীর্তি আজ স্থানীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

error: Content is protected !!