এই উপজেলার ইতিহাস ও ক্রমবিকাশ পর্যালোচনা করলে দেখা যায় এখানে মুসলমান ও হিন্দু জমিদারদের আবির্ভাব ঘঠেছিল। বিশ্বনাথ বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সমূহের সে সময় মালিক ছিলেন হিন্দু জমিদাররা। এ রকমই এক হিন্দু পরিবারের বংশধর বাবুরাম জীবন রায় ও তাঁর পুত্র বিশ্বনাথ রায় চৌধুরীর নামে সংশ্লিষ্ট এলাকার জমিদারী ১৭৩৯ সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় ঘটে এবং কালক্রমে তাদের জমির উপর প্রাথমিকভাবে বিশ্বনাথ বাজার সহ বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বলে সংশ্লিষ্ট জমিদার বিশ্বনাথ চৌধুরীর নামানুসারে বিশ্বনাথ নামকরণ হয়েছ বলে জনশ্রুতি রয়েছে।