বিশ্বনাথ উপজেলায় উন্নত সড়ক ব্যবস্থা বিদ্যমান। অত্র উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সঙ্গে পাকা রাস্তা দ্বারা সংযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদ ছাড়াও হাট বাজারের সঙ্গেও পাকা রাস্তা সংযোগ রয়েছে। এ উপজেলায় রয়েছে এল.জি.ই.ডি এর মোট ২১৮ কি: মি: ও সি.এন.বি এর ১৯ কি: মি: পাকা রাস্তা এবং এল.জি.ই.ডি এর ৪৮৬ কি: মি: এবং ছোট বড় প্রায় ৭৬৪টি কালভার্ট।
নদী পথেও এ উপজেলায় যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ৪০ কি: মি: নদী পথের মধ্যে সারা বছর মাত্র ৪ কি: মি: যোগাযোগ করা যায়। দিন দিন নদী ভরাটের ফলে এ অবস্থা হয়েছে। ৫০০ কি: মি: খালের মধ্যে এর অস্তিত্ব বর্তমানে ভরাট এর ফলে অনেক বেশি কমে গেছে। আস্তে আস্তে নদী ও খাল বিল বিলীন হয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে।
আকাশ পথে এ উপজেলার কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকলেও রেলপথে রয়েছে একটি রেল ষ্টেশন ও ১২কি: মি: রেল লাইন যা জনসাধারণ ও মালামাল পরিবহণে ব্যবহৃত হচ্ছে