১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বনাথ উপজেলার মাজার-মোকাম সমূহ

প্রকাশিত হয়েছে: নভেম্বর - ২৩ - ২০১৬ | ৮: ৪৩ অপরাহ্ণ | সংবাদটি 616 বার পঠিত

যে সকল ওলী-আউলিয়া, পীর-ফকির, ধর্মপ্রচার বা বিভিন্ন কেরামতি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন মানুষের সেবা করে তাদের হৃদয়ের মনিকোঠায় আসন করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম তাদের আসন ও মাজার-মোকাম নি¤েœ ইউনিয়ন পর্যায়ে দেওয়া হলো-
লামাকাজী ইউনিয়নের রাজাপুর গ্রামে সোনামিয়া পীরের মোকাম, শাহপুর গ্রামে ভুলু শাহর মোকাম, উদয়পুর গ্রামে হাফিজ তেরা মিয়ার মাজার, সোনাপুর গ্রামে ধলা শাহর মোকাম, ভূরকী গ্রামে ওমর শাহর মোকাম, কাজিরগাঁও গ্রামে হাফিজ শাহর মোকাম, মঙ্গলগিরি গ্রামে মইজদির মোকাম, হাজারীগাঁও গ্রামে তাহির আলী পীরের মোকাম অবস্থিত।

খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামে আরব শাহর মাজার, তেঘরী গ্রামে ভুবন শাহর মাজার, বাওনপুর গ্রামে কাইয়ুম শাহর মোকাম, পীর হামিদ আলীর মাজার, হরিপুর গ্রামে শাহ সুফি আব্দুল লতিফের মাজার, তেলিকোনা গ্রামে আহমদ শাহর মাজার, ভাটগাঁও গ্রামে জোয়াদ উল্লার মাজার অবস্থিত।
অলংকারী ইউনিয়নের পিঠাকরা গ্রামে শাহ সুনামদির মাজার, শাহ সরবদির মাজার, শাহ সন্নাসীর মাজার, রামধানা গ্রামে পীর এ কামেল শাহ আশরাফ আলীর মাজার, অলংকারী গ্রামে পীর এ কামেল শাহ আব্দুল আজিজের মাজার এবং টেংরা গ্রামে কালামিয়ার মাজার অবস্থিত।

রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের গাজীর পাঞ্চাতন, আশিম পীরের, কালা হাজীর, আকিম হাজীর ও বিবির মোকাম, কাঠলীপাড়া গ্রামে করামত উল্লাহর, আহাদ শাহ, পালেরচক গ্রামে মৌলানা ফুরকান উল্লাহর শাহ, রামপাশা গ্রামে পীরানী বিবি ও জৈল খা, মুজরাইপাড়া গ্রামে ইয়াকুব আলী শাহ, ধলিপাড়া গ্রামে ভুবন শাহ, মনোহরপুর গ্রামে আনর শাহ, শ্রীপুর গ্রামে জবেদ শাহ ও ইব্রাহিম শাহ এর মোকাম অবস্থিত।

দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে লুবাই শাহ, উসন শাহর মাজার, দৌলতপুর গ্রামে মৌলানা উসমান খা, হাজী সোলেমান, শাহ মিনার (র:), ইসুব আলী শাহর মাজার, শেখের গাঁও গ্রামে আব্দুল আলী শাহ, সর্দার শাহ, মেহের আলী শাহর মাজার, কাজিরগাঁও গ্রামে রমাই শাহ, লোকমান শাহ, হাসান শাহ মাজার, ভাটিপাড়া গ্রামে রাখাল শাহ, পশ্চিমগাঁও গ্রামের শাহ হযরত গোলাম (পাতা শাহ) মাজার, চরচন্ডি গ্রামে শাহ কাসেম, লালু শাহর মাজার, সত্তিশ গ্রামের শাহ খুরশেদ আলীর মাজার, আটপাড়া গ্রামের শাহ মাইজদার মাজার, সত্তিশ তালুকদার পাড়া গ্রামের হাজী চান্দ আলীর মাজার, গোয়াহরী গ্রামের ইর্শ্বাদ হোসেন শাহর মাজার অবস্থিত।

বিশ্বনাথ ইউনিয়নের সরুয়ালা গ্রামে শাহ মালিক দুধপীরের মাজার, একাভীম গ্রামের একাশাহর মাজার, মিরেরচর গ্রামের আহমদ শাহর মাজার, ইলিমপুর গ্রামের শাহ কবিরের মাজার, শ্বাসরাম গ্রামের শাহ ছমর উদ্দিনের মাজার, বাওয়ানপুর গ্রামের মনাউল্লাহ মাজার, ভোগশাইল গ্রামে হযরত শাহপিনের, চান্দশীর কাপন গ্রামে শাহ চান্দের, শ্বাসরাম গ্রামে শাহ ওলী খন্দকারের আসন অবস্থিত।

দেওলকস ইউনিয়নের কালীজুরি গ্রামে কাজী শাহর মাজার, কান্দিগ্রাম গ্রামের শাহ মোঃ আকবর উদ্দিনের মাজার, জগৎপুর গ্রামের রুশন ফকিরের মাজার, আগ্নপাড়া গ্রামে আহমদ পীরের মাজার অবস্থিত।

দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে হযরত শাহ চান্দ, শাহ কালু, রায়খেলী গ্রামে হযরত তমিজ শাহ, মান্দারুকা গ্রামে হযরত গাজী শাহ, ধরারাই গ্রামে আনজব শাহ, বরুনী গ্রামে আশু শাহ, বাইশঘর গ্রামে হযরত খনকার শাহ মাজার, ইসব দাউদপুর গ্রামে হযরত দরিয়া শাহ, আবরাহ শাহ, সাড়ইল গ্রামে হযরত পাঞ্জাচাতনের, হযরত করামত শাহর মোকাম ও শেখ বাবরু শাহর মাজার অবস্থিত।

error: Content is protected !!