লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে শ্রী শ্রী মহাপ্রভু জিউর আখড়া, শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া, আকিলপুর গ্রামে শ্রী শ্রী শিববাড়ী, অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে শ্রী শ্রী মহাপ্রভু জিউর আখড়া, রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারে শ্রী শ্রী বৃন্দাবন জিউর আখড়া, শ্রী শ্রী কালাচান্দের তলা অবস্থিত।
দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে শ্রী শ্রী বৃন্দাবন জিউর আখড়া, দশপাইকা গ্রামে শ্রী শ্রী কালাচান্দের তলা, বিশ্বনাথ ইউনিয়নের বিশ্বনাথ পুরান বাজারে শ্রী শ্রী শনি মন্দির, ভোগশাইল গ্রামে সমাধি মন্দির, শ্বাসরাম গ্রামে শ্রী শ্রী কালাচান্দের তলা, দেওকলস ইউনিয়নের কালগিঞ্জে শ্রী শ্রী কালী মন্দির, বাগিচা বাজারে দেবস্থান, শ্রী শ্রী কালাচান্দের তলা, দশঘর ইউনিয়নের দশঘর গ্রামে শ্রী শ্রী শিবের তলা।