৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রিটিশ পার্লামেন্টে ১ম বাংলাদেশী এমপি বিশ্বনাথের ভুরকী গ্রামের রোশনারা আলী

প্রকাশিত হয়েছে: নভেম্বর - ২৯ - ২০১৬ | ৯: ৩৪ অপরাহ্ণ | সংবাদটি 1480 বার পঠিত

১৯৭২ সালে ব্রিটেনে ১ম বারের মত বাংলাদেশের মনোয়ার হোসেন ইতিহাসের প্রথম ব্যাক্তি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। কিন্তু এর দীর্ঘ ৩৮ বছর পেরিয়ে গেলেও ২০১০ সালের পূর্ব পর্যন্ত কোন বাংলাদেশী এমপি নির্বাচিত হওয়ার সুযোগ পাননি। যদিও ১৯৯৭ সাল থেকে একাধিক বাংলাদেশী লেবার পাটি ছাড়া অন্যান্য দল থেকে নমিনেশন পেয়েছিলেন কিন্তু কেউই সফল হতে পারেননি ।২০১০ সালে এসে বিশ্বনাথের সোনার মেয়ে রোশনারা আলী লেবার পাটির মনোনয়ন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ১ম বাংলাদেশী হিসেবে এমপি নির্বাচিত হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশীদের সম্মান অনেক উচুতে নিয়ে যান। রোশনারা আলী লন্ডন সিটির বেথনালগ্রীন এন্ড বো আসনে প্রতিদ্বন্দি প্রার্থীকে প্রায় অর্ধেকেরও বেশী ভোটের ব্যবধানে হারিয়ে প্রবাসে নতুন এক ইতিহাসের সুচনা করেন। যা যুগ যুগ ধরে আমাদের অনাগত প্রজন্মকে দারুন এক প্রেরনা যোগাবে। ২০১৫ সালেও একই আসন থেকে তিনি পুন: নির্বাচিত হয়েছেন। এবার তিনি প্রতিদ্বন্দি প্রার্থীকে তিনগুন ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।রোশনারা আলী পান ৩২,২৮৫টি ভোট এবং প্রতিদ্বন্দি কনজারভেটিভ পাটির ম্যাট স্মিথ পান ৮.০৭০টি ভোট। ব্যাক্তিগত এই অভূতপূর্ব সাফল্যের জন্য নিজ দল থেকে যতাযত মূল্যায়ন পান।লেবার পাটি তাকে পরিবেশ বিষয়ক ছায়া মন্ত্রী করে।

রোশনারা আলী ১৯৭৫ সালে বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের নিভৃত পল্লী ভুরকী গ্রামে জন্ম গ্রহন করেন। ৭ বছর বয়সেই তিনি বাবা আপ্তাব আলী ও মা রানু বেগম’র সাথে ব্রিটেনে পাড়ি জমান। বিশ্বের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও দর্শন এর উপর উচ্চ শিক্ষা গ্রহন করেন।তিনি ব্রিটেনের ফরেন অফিস, হোম অফিস, পার্লামেন্ট ও ইন্সটিটিউট অফ পাবলিক পলিসি রিসার্চ অফিসে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেন।

error: Content is protected !!