১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেট-২ আসনে ২০০১ সালে ১ম লক্ষাধিক ভোট অর্জনের রেকর্ড গড়েন এম. ইলিয়াস আলী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর - ৩ - ২০১৬ | ৬: ৩৪ অপরাহ্ণ | সংবাদটি 818 বার পঠিত

স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর আমরা পেরিয়ে এসেছি। ইতিমধ্যে সিলেট – ২ আসনে ১০টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এরমধ্যে ৮ জন ১০ বার বিজয়ী হয়েছেন। ৭ম ও ১০ম সংসদ নির্বাচন ব্যতিত বাকীগুলো ছিল অপেক্ষাকৃত অবাধ ও সুষ্ট নির্বাচন। ২০০১ সালের পূর্ব পর্যন্ত অর্থাৎ ৭ম সংসদ পর্যন্ত সিলেট – ২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন প্রার্থীই লক্ষাধিক ভোট অর্জন করতে পারেননি। স্বাধীনতার দীর্ঘ ৩০ বছর এবং ১ম সংসদের ২৮ বছর পর ৮ম সংসদ নির্বাচনে এসে প্রথমবারের মত লক্ষাধিক ভোট অর্জনের রেকর্ড গড়েন বিএনপির এম ইলিয়াস আলী । তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে ৪৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হওয়ার পাশাপাশি ১ম কোন প্রার্থী হিসেবে লক্ষাধিক ভোট অর্জনের অনন্য এক রেকর্ড গড়ে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। এম ইলিয়াস আলী পেয়েছিলেন ১ লক্ষ ৩ হাজার ৪ শত ৬০টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের শাহ আজিজুর রহমান পেয়েছিলেন ৫৫ হাজার ২ শত ৯১টি ভোট। প্রসংগত ১৯৯৬ সালে এই শাহ আজিজুর রহমানের কাছে এম ইলিয়াস আলী হেরেছিলেন ৩হাজার ৭শত ৯৩ টি ভোটের ব্যবধানে । সেই বার শাহ আজিজুর রহমান পান ৪২,২৬৬টি ভোট , ২য় স্থানে থাকা জাতীয় পার্টির মকসুদ ইবনে আজিজ লামা পান ৩৯,০৪৪টি ভোট এবং ৩য় স্থানে থাকা এম ইলিয়াস আলী পান ৩৮,৪৭৩টি ভোট। এদিকে ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম সংসদ নির্বাচনে হেরে গিয়েও এম ইলিয়াস আলী পান ১ লক্ষ ৬ হাজার ৪০টি ভোট এবং ১ম বারের মত নৌকা প্রতিক নিয়ে বিজয়ী প্রবাসী শফিকুর রহমান চৌধুরী পান ১ লক্ষ ৯হাজার ৩শত ৫৬টি ভোট । ভবিষ্যতে সিলেট ২ আসনে স্বাভাবিক প্রক্রিয়ায় জনসংখ্যার বেড়ে যাওয়ার কারণে ২০০৮ সালের মত প্রার্থীদের ভোট প্রাপ্তির সংখ্যাও বাড়বে। তবে ভবিষ্যতে ইতিহাসের পাতায় এই আসনে প্রথম লক্ষাধিক ভোট প্রাপ্তির রেকর্ডের সাথে কেবল এম ইলিয়াস আলীর নামই শুভা পাবে ।

error: Content is protected !!