১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরমুক্তিযোদ্ধা মোঃ ইফতেখার হোসেন শামীম

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি - ২ - ২০১৭ | ৮: ৩৪ অপরাহ্ণ | সংবাদটি 1223 বার পঠিত

বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়নের কামিলনগর গ্রামে ১৯৪৯ সনের ৭ই জানুয়ারী জন্ম গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম। পিতা মরহুম মোঃ ইর্শ্বাদ হোসেন । ৫ ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়। অনার্স পর্যন্ত লেখাপড়া করা জনাব ইফতেখার হোসেন শামীম ২২ বৎসর বয়সে দেশকে পাকিস্তানী বাহিনীর হাত থেকে রক্ষার করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেন মেজর রব এর অধীনে ৩ ও ৪ নং সেক্টরে কোম্পানীর কমান্ডার হিসেবে। ইফতেখার হোসেন শামীম রাইফলে, এল.এম.জি, এস.এম.জি, পরিচালনা করতে পারতেন এবং ত্রিপুরার আগরতলায় প্রশিক্ষণ নেন। ইফতেখার হোসেন শামীম ১৯৮১ সনে মোছাঃ নাজনীন হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ৩ সন্তান। ইফতেখার হোসেন শামীম সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন। বিশ্বনাথের এই বীর মুক্তিযোদ্ধা এক মারাত্মক সড়ক দুর্ঘঠনায় অনেকটা অকালে নিহত হন।

error: Content is protected !!