ব্রিটেনে বিশ্বনাথের ২৫ বছরের তরুন আব্দুল হাকিম বিমান থেকে প্রায় ১৫ হাজার ফিট উপর থেকে নেমে দারুন এক চমক দেখিয়েছে। ব্রিটেনে লন্ডন সিটির অদূরে হার্টফোর্ড শায়ার এর ওয়ারে ১৯৯২ সালে জন্ম নেওয়া হাকিমের বাবার নাম আব্দুল জলিল।তিনি বিশ্বনাথ উপজেলার স্থানীয় শাহজির গাও গ্রামের বাসিন্দা।আব্দুল জলিল ছিলেন বিশ্বনাথের একজন সুনামধন্য ক্রীড়াসংগঠক ও ক্রীড়াবিদ। বর্তমানে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাকে নিয়ে দীর্ঘ দিন ধরে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করছেন।যে কারনে তরুন হাকিমের শৈশব ও কৈশোর কেটেছে ব্রিটেনে। সেখানেই তার লেখাপড়া। কলেজের পাঠ চুকিয়ে বর্তমানে সে একটি বেসরকারী কোম্পানীতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।গত কয়েক বছর ধরে তার সাধ জাগে বিমান থেকে লাফ দেওয়ার। যেমন কথা তেমন কাজ ।মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও প্রাক্তন ক্রীড়াবিদ বাবার সম্মতি থাকায় বিমান থেকে নামার জন্য একটি বেসরকারী
আব্দুল হাকিম
প্রতিষ্ঠানে আব্দুল হাকিম ভর্তি হয়। প্রায় ৭ ফুট উচ্চতার আব্দুল হাকিম প্রাথমিক পরীক্ষায় অনেককে পেছনে পেলে ভর্তি হওয়ার সুযোগ পায়। দীর্ঘ কয়েক মাস প্রশিক্ষণ শেষে গত ২০১৪ সালে ছোট্ট একটি বিমান থেকে একজন নারী ও একজন পুরুষের সহযোগীতায় ১৫ হাজার ফিট উপর থেকে লাফ দেয়। এ সময় আকাশে সে অন্য দুই সহযোগীর সাথে বাতাসের সাহায্যে পাখির মতো ডানা মেলে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে।এরপর প্যারাসুটের মাধ্যমে একসময় মাটিতে নেমে আসে। এতে কোনরূপ দূর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই অনেকটা নির্বিঘ্নে এ অভিযানে সে সফল হয়। বিমানে উড্ডয়ন থেকে শুরু করে প্যারাসুটের সাহায্যে মাটিতে নামা পর্যন্ত সফল এই অভিযানের প্রতিটি রোমাঞ্চকর দৃশ্য চমৎকারভাবে ভিডিও রেকর্ডিং করা হয়। সফল এই অভিযানের পর আত্মীয়-স্বজন, নিজ কর্মস্থলের বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশীর কাছে সে এখন অনেকটাই হিরো। লন্ডনের অদূরে হার্টফোর্ড শায়ার এর ওয়ারের স্থানীয় বাসিন্দারা বাঙালী এ তরুণের সাফল্যে অনেকই বিস্মিত। আর তার পৈত্রিক ভুমি বিশ্বনাথের মানুষ স্থানীয় পত্র পত্রিকা ও ফেইসবুকের কল্যানে দারুন অভিভূত।