১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রোকেয়া খাতুন রুবী

প্রকাশিত হয়েছে: এপ্রিল - ২৩ - ২০১৭ | ৮: ০৯ অপরাহ্ণ | সংবাদটি 650 বার পঠিত

বিশ্বনাথের প্রথম মুসলিম নারী হিসেবে সরকারী পেশায় চাকরী করেন রোকেয়া খাতুন রুবী 

বিশ্বনাথের প্রথম মাস্টার্স ডিগ্রী অর্জনকারী মুসলিম  নারী হিসেবে এ জনপদের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন রোকেয়া খাতুন রুবী । সরকারি পেশার পাশাপাশি একজন কবি ও সাহিত্যিক হিসেবে যার নাম রয়েছে দেশজুড়ে । তিনি বিশ্বনাথ উপজেলার  দশঘর ই্উনিয়নের দশঘর (লোহারসপুর )গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম  মৌলভী মুহাম্মদ নুরুল হক ও মাতার নাম  মোছাম্মৎ  নূরুন্নেছা হক।তার পিতা মৌলভী নুরুল হক ছিলেন বাংলাদেশের গ্রন্থাগার আন্দোলনের পথিকৃত এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রতিষ্টাতা ।
রোকেয়া খাতুন রুবি সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে  এস.এস.সি, মদন মোহন কলেজ  থেকে এইচ.এস.সি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  বি.এ অনার্স এবং  গণযোগাযোগ ও সাংবাদিকতায় এম.এ ডিগ্রী অর্জন করেন এবং কৃতিত্বের সাথে  বি.সি.এস (ট্যাক্সেশন ৮৫ তম ব্যাচ) সম্পন্ন করেন। রোকেয়া খাতুন রুবী সরকারী চাকরী গ্রহনের মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন শাখায় চাকরী করেন এবং বর্তমানে কর অঞ্চল ঢাকাতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে কাজ করছেন । এবং তিনি বিশ্বনাথের প্রথম মুসলিম নারী হিসেবে সরকারী পেশায় চাকরী করেন।     সরকারী  চাকরীর পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত । তিনি একজন মননশীল ও শক্তিমান লেখক । ইতোমধ্যে তার ৫টি মূল্যবান গ্রন্থ প্রকাশিত হয়েছে ।

১৯৮৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে সাহিত্য বিভাগে তিনি ব্যাক্তিগত চ্যাম্পিয়ন হন। রোকেয়া খাতুন রুবি  প্রাক্তন বিতার্কিক ও একজন সুদক্ষ উপস্থাপক এবং  সিলেট বেতারের অনুমোদিত গীতিকার ও  টিভির বিতর্ক অনুষ্টানের বিচারক (বি.টি.ভি ও.এ.টি.এন) । এছাড়া তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ,বাংলা একাডেমী ,ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ,আজীবন রেজিস্টার্ড গ্রাজুয়েট ,ঢাকা বিশ্ববিদ্যালয় ,জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ,অফিসার্স ক্লাব ,ঢাকা এর আজীবন সদস্য  ।

error: Content is protected !!