৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাহর আলী শরীফ

প্রকাশিত হয়েছে: এপ্রিল - ২৩ - ২০১৭ | ৮: ৩৩ অপরাহ্ণ | সংবাদটি 1226 বার পঠিত

বিশ্বনাথের ইতিহাসে বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম এ.এস.পি  সোনাহর আলী শরীফ  ।
বিশ্বনাথের ইতিহাসে  সোনাহর আলী শরীফ  বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম এ .এস.পি । একজন সম্ভাবনাময় ও চৌকষ মেধার অধিকারী সোনাহর আলী শরীফ ইতোমধ্যে বাংলাদেশ পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) কাজ করে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।  তিনি  ১৯৮৭ সালের ৩১জুলাই বিশ্বনাথ ্উপজেলার লামাকাজি ইউনিয়নের  এক নিভৃত পল্লী গ্রাম পাটানচকে  জন্মগ্রহন করেন।তার পিতার নাম মো.তৈয়ব আলী এবং মাতার নাম  মোছা:আপ্তাবান বিবি ।
সোনাহর আলী শরীফ শৈশবে স্থানীয় শাখারীকোনা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা , একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগে এস.এস.সি , সিলেট এম.সি কলেজ থেকে ২০০৫ সালে  বিজ্ঞান বিভাগে  এইচ.এস.সি, পাশ করে উচ্চ শিক্ষার আশায় ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে । সেখান থেকে ২০০৯ সালে  বি.এ (অনার্স) এবং একই প্রতিষ্টান থেকে ২০১০ সালে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। প্রখর মেধার অধিকারী এই তরুন ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.পি এস (মাস্টার্স অফ পুলিশ সায়েন্স) ডিগ্রী সম্পন্ন করেন।
৩১তম বি.সি.এস পরীক্ষায় সোনাহর আলী শরীফ কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করে মেধাকোঠায় ২০১৩ সালে  বাংলাদেশ পুলিশের এ.এস.পি পদে সরাসরি যোগদেন হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ১০ এ দীর্ঘদিন কাজ করেন । এরপর তাকে আবার নিয়ে আসা হয় বাংলাদেশ পুলিশে । বর্তমানে তিনি গাজীপুর জেলার টংগী মডেল থানায়  এ .এস.পি পদে কর্মরত আছেন।
মো.সোনাহর আলী শরীফ ২০১৫ সালের ১৩ নভেম্বর সালমা ফারজানার সাথে বিবাহ বন্দনে আবদ্দ হন ।

error: Content is protected !!