১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মো. বেলায়েত হোসেন

প্রকাশিত হয়েছে: এপ্রিল - ২৩ - ২০১৭ | ৯: ২৩ অপরাহ্ণ | সংবাদটি 1049 বার পঠিত

প্রথম বাংলাদেশী জজ হিসেবে কর্মরত আছেন বিশ্বনাথের মো.বেলায়েত হোসেন
ব্রিটেন ইমিগ্রেশন ট্রাইব্যুনালে প্রথম বাংলাদেশী জজ হিসেবে কর্মরত আছেন বিশ্বনাথের মো.বেলায়েত হোসেন। তিনি ১৯৬১ সালের ১১ জুন বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের রায়খেলী গ্রামে জন্মগ্রহন করেন।তার পিতার নাম হাজী আয়াত উল্লাহ এবং মাতার নাম মোছা. তেরাবুন নেছা
মো.বেলায়েত হোসেন ১৯৬১ সালে রায়খেলী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে যুক্তরাজ্যে গমন করেন। সেখানে তিনি ১৯৭৭ সালে ওলেভেল এবং ১৯৮৭ সালে এ লেভেল সম্পন্ন করেন।তারপর ১৯৯০ সালে এল.এল বি (অনার্স )ডিগ্রী অর্জন করেন।১৯৯৮ সালে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লিগ্যাল  প্রাকটিস সম্পন্ন করেন এবং  ১৯৯৯ সালে সলিসিটর হিসেবে কর্মজীবন শুরু করেন।এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় নি । ২০০১ সালে তিনি ব্রিটেনের ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসেবে ইমিগ্রেশন ট্রাইব্যুনালে জজ হিসেবে নিয়োগ পান এবং অদ্যাবধি সেই পেশায় এখনও নিয়োজিত আছেন। তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি । ব্যাক্তিগত জীবনে তিনি  নাজমুন নাহার বেগমের সাথে  বিবাহ বন্দনে আবদ্দ হন ও তাদের রয়েছে ১ পুত্র ও ৪  কন্যা সন্তান ।

error: Content is protected !!