১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আব্দুল মালিক চৌধুরী

প্রকাশিত হয়েছে: এপ্রিল - ২৪ - ২০১৭ | ৮: ২১ অপরাহ্ণ | সংবাদটি 1838 বার পঠিত

বিশ্বনাথের আব্দুল মালিক চৌধুরী ছিলেন বাংলাদেশের বন বিভাগের প্রধান বন সংরক্ষক ।
প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার যে কয়জন কৃতি সন্তান প্রশাসনে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে অধিষ্টিত হয়ে বিশ্বনাথের মুখ উজ্জল করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আব্দুল মালিক চৌধুরী । তিনি ছিলেন বাংলাদেশের বন বিভাগের প্রধান বন সংরক্ষক ।
আব্দুল মালিক চৌধুরী ১৯২৬ সালের ১ লা ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের সরুয়ালা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আছদ্দর আলী চৌধুরী ও মাতার নাম মচতুরা বেগম। তিনি সিলেট এমসি কলেজ থেকে ১৯৪৫ সালে পদার্থ বিজ্ঞানে সম্মানসহ বি.এস.সি, ১৯৪৬-৪৮ সালে আসাম সরকারের বৃত্তিসহ ইন্ডিয়ান ফরেস্ট কলেজ থেকে বনবিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন এবং ১৯৫৬ সালে আমেরিকা ইসকনসিন বিশ্ববিদ্যালয়ে বনবিভাগের উপর প্রশিক্ষন লাভ করেন।

১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানে সহকারী বন সংরক্ষক হিসেবে তিনি চাকরী জীবন শুরু করেন। পরবর্তীতে বনবিভাগের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে বাংলাদেশের প্রধান বন সংরক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। পরে কিছুদিন তিনি এশিয়া উন্নয়ন ব্যাংক ,বিশ্বব্যাংক ও বাংলাদেশ বন উন্নয়ন বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করেন।
আব্দুল মালিক চৌধুরী নব্বই দশকের প্রথমার্ধে জেনেভা ভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ ন্যাচার এন্ড ন্যাচারেল রিসোর্চেচ আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ কান্ট্রি অফিস স্থাপন করেন এবং কান্ট্রি ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আন্দোলন এর একজন সংগঠক ও ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। অবসরপ্রাপ্ত সরকারী কল্যান সমিতির নির্বাহী সদস্য ও স্থানীয় মসজিদের সেক্রেটারী হিসেবে বহুদিন দায়িত্ব পালন করছেন। এছাড়া দক্ষিন বিশ্বনাথ উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্টায় তার ভূমিকা উল্লেখযোগ্য ।
ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন বিবাহিত। ১৯৫০ সালের ২রা মার্চ তিনি দেশের বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর বড় ভাই সাবেক সরকারি কর্মকর্তা সৈয়দ মরতুজা আলীর কন্যা সৈয়দা বুলবুল চৌধুরীর সাথে বিবাহ বন্দনে আবদ্ব হন। তাদের একমাত্র পুত্র ড.শাহদীন মালিক দেশের একজন প্রখ্যাত আইনজীবী,অধ্যাপক ও টিভি আলোচক , দুই কন্যা শাদমানি মালিক ও শাহনাজ মালিক । তারা দুজনই সুশিক্ষিত ও সুপ্রতিষ্টিত ।

error: Content is protected !!