১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মো: সিরাজুল ইসলাম বীর প্রতিক

প্রকাশিত হয়েছে: এপ্রিল - ২৪ - ২০১৭ | ৮: ৩০ অপরাহ্ণ | সংবাদটি 1152 বার পঠিত

বিশ্বনাথের সিরাজুল ইসলাম প্রথম ব্যাক্তি ,যিনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য বীরপ্রতিক খেতাব পেয়েছিলেন।

৭১ এর মহান মুক্তিযুদ্ধে বিশ্বনাথের যে কয়জন সন্তান বীরত্বপূর্ণ অবদান রাখেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সিরাজুল ইসলাম । মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য স্বাধীনতাযুদ্ধে গৌরবপূর্ণ বীর প্রতিক তাকে উপাধি দেওয়া হয়।
মো.সিরাজুল ইসলাম বীর প্রতিক সিলেট জেলার বিশ্বনাথ থানার ৭নং  দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪৮ সালের ১৯ শে মার্চ। তার পিতার নাম মরহুম আলফু মিয়া শিকদার ও মাতা মোছা:মরহুমা ছবরুন নেছা ।
সিরাজুল ইসলাম দেওকলস প্রাইমারী স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে এস.এস.সি মৌলভীবাজার কলেজ হতে ১৯৬৮ সালে এইচ এস.সি এবং সিলেট এমসি কলেজ হতে ১৯৭৩ সালে বি.এ ডিগ্রী লাভ করেন। তার পর ১৯৭৩ সালে সিলেট ল,কলেজে ভর্তি হন। সিরাজুল ইসলাম তৎকালীন সময়ে ছাত্র রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতে অংশগ্রহন ছাড়া ও ১১ দফা ও ৬৯ এর গন আন্দোলন সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৯ -৭০ শিক্ষাবর্ষে এমসি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং সিলেট ছাত্র ইউনিয়নের অন্যতম সদস্য ছিলেন। সিরাজুল ইসলাম বীর প্রতিক স্বাধীন বাংলাদেশের অবিষ্মরনীয় একটি নাম ।

বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে যে কয়জন বীর পুরুষ চিরকাল উজ্জল নক্ষত্রের মত প্রস্ফুটিত ,সিরাজুল ইসলাম বীর প্রতিক তাদেরই মধ্যে ্একজন। ১৯৭১সালের ২৫  মার্চে যখন বর্বর পাক বাহিনী বাঙ্গালী নিধন যজ্ঞে মেতে উঠে তখন বাংলার এই বীর পুরুষ বর্বর পাক বাহিনীর বিরুদ্দে জীবন মরণ সংগ্রামে লিপ্ত হন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী আতœসমর্পন করতে বাধ্য হয়।এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্টা হয় । স্বাধীনতা সংগ্রামের পুরো ভাগে থেকে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশের সরকার তাকে বীর প্রতিক খেতাব প্রধান করে।
সিরাজুল ইসলাম বীর প্রতিক সিলেট মহানগরীর মেজরটিলার ইসলামপুর নিবাসী নুরুল ইসলাম চৌধূরীর কন্যা মোছা: ফাতেমা ফেরদৌস চৌধুরীকে ১৯৭৫ সালের ২২ শে নভেম্বর বিয়ে করেন।  ব্যাক্তিগত জীবনে তিনি ১মেয়ে ও ৩ ছেলের পিতা সিলেট মহানগরীর নুরানী ৮/৪  সুবিদ বাজার বাসায় বসবাস করছেন।

error: Content is protected !!