১লা জুন, ২০২৩ ইং | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মো.ছয়ফুল হক

প্রকাশিত হয়েছে: মে - ৮ - ২০১৭ | ৯: ১৮ অপরাহ্ণ | সংবাদটি 2225 বার পঠিত

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথম ব্যাক্তি হিসেবে মোট   ৩ বার নির্বাচিত হয়ে  হ্যার্টিক গড়ার রেকর্ড গড়েন মো.ছয়ফুল হক
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.ছয়ফুল হক প্রথম ব্যক্তি হিসেবে অত্র ইউনিয়নের ৩ বার নির্বাচিত হয়ে হ্যার্টিক রেকর্ড গড়ার গৌরব অর্জন করেন।তিনি ১৯৬২ সালে ১৬ই মে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের সরুয়ালা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম ছমেদ আলী এবং মাতার নাম ছইফা খাতুন ।
মো.ছয়ফুল হক ১৯৭২ সালে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৭৯ সালে এইচ.এস.সি এবং ১৯৮৩ সালে চট্রগ্রাম কমার্স কলেজ থেকে ম্যানেজম্যান্ট অনার্স সম্পন্ন করে ব্যবসা বাণিজ্যে ও রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন ।তিনি ছিলেন চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক । প্রচার সম্পাদক , এবং চট্রগ্রাম কলেজের সহ সভাপতি । ছাত্রজীবন শেষে তিনি নিজ এলাকায় ফিরে  স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে যান।তিনি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ,যুগ্ন সাধারন সম্পাদক ,সাধারন সম্পাদক এবং আহবায়ক । আরো ছিলেন জেলা আওয়ামীলীগের একাধিকবারের কার্যনির্বাহী পরিষদ সদস্য ।

রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও সৃজনশীল কাজে তিনি জড়িয়ে পড়েন । ১৯৯৭ সালে তিনি প্রথম বারের মত ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দী জালাল উদ্দিনকে ,২০০৩ সালে নিকটতম প্রতিদ্বন্দী গৌছ খানকে পরাজিত করে পর পর ২ বার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে জালাল উদ্দিনের কাছে হেরে গেলেও ২০১৬ সালে প্রথমবারের মত দলীয় ব্যানারে অনুষ্টিত নির্বাচনে নিজ দলের কাছ থেকে নমিনেশন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে সেই জালাল উদ্দিনকে হারিয়ে   বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথম ব্যাক্তি হিসেবে মোট ৩ বার নির্বাচিত হয়ে  হ্যার্টিক গড়ার রেকর্ড গড়েন মো.ছয়ফুল হক  ।বিশ্বনাথ ইউনিয়নের ইতিহাসে মো.ছয়ফুল হকই  প্রথম ব্যক্তি যিনি উক্ত ্ইউনিয়ন পরিষদে ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত  হয়েছেন।

অদূর ভবিষ্যতে হয়ত আরো অনেকেই ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্ট্রিক গড়বেন । মো.ছয়ফুল হক  ১ম ব্যক্তি হিসেবে ৩য় বারের মত নির্বাচিত হয়ে যে রেকর্ড গড়েছেন তা কারো পক্ষে কোনদিন আর ভাঙ্গার সুযোগ থাকবে না। এই রেকর্ডটি কেবল । মো.ছয়ফুল হকের নামের পাশেই অনন্তকাল শোভা পাবে।

ব্যাক্তিগত জীবনে তিনি ১৯৯৩ সালে সামিয়া বেগমের সাথে বিবাহ বন্দনে আবদ্দ হন ।তার স্ত্রী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা । তাদের প্রথম সন্তান ফাহমিদ হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং দ্বিতীয় সন্তান আনিকা হক মাহিশা সিলেট সরকারী মহিলা কলেজে অধ্যয়নরত  ও  তৃতীয় সন্তান তাহমিদ হক এবার রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।

error: Content is protected !!