বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে মো.শেরখানই প্রথম ব্যক্তি যিনি দীর্ঘকালীন সময়ে ছিলেন উক্ত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি । তিনি ১৯২৫ সালে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে জন্মগ্রহন করেন । তার পিতার নাম ছিল মো.তহসিল খান ও মাতার নাম ছইফা বিবি ।
মো.শেরখান শৈশবে স্থানীয় মক্তবে এবং বাবা মায়ের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন। এক সময় তিনি জনগনের ভোটে বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামপাশা গ্রামে মেম্বার নির্বাচিত হন। প্রকৃত অর্থে জনগণের জন্য নি:স্¦ার্থ ভাবে কাজ করায় এলাকার মানুষ তাকে একাধিকবার মেম্বার নির্বাচিত করেন । এবং পরবর্তীতে সরপঞ্চ প্রথা চালূ হলে এলাকার মেম্বাররা তাকে বিপুল ভোটে সরপঞ্চ নির্বাচিত করেন। এরপর ১৯৬০ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত একনাগাড়ে ১২ বছর ১৯৭৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ।
ব্যক্তিগত জীবনে তিনি নেছা খানমের সাথে বিবাহ বন্দনে আবদ্দ হয়েছিলেন । তাদের ছিল ৬ কন্যা ও ৩ পুত্র সন্তান। বিশ্বনাথের স্বনামধন্য এই জনপ্রতিনিধি মাত্র ৬২ বছর বয়সে ১৯৮৭ সালের ১২ ডিসেম্বর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান।