বিশ্বনাথের প্রথম ব্যাক্তি হিসেবে বাবার পর পুত্র ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন মো আনোয়ার খান।
রামপাশা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো.আনোয়ার খান বিশ্বনাথের ইতিহাসে প্রথম ইউপি চেয়ারম্যান যিনি বাবার পর পুত্র হিসেবে একই ইউনিয়নে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহন করেন । তার পিতার নাম হাজী মো. শেরখান (চেয়ারম্যান) ও মাতার নাম হাজী মোছা:নেছা খানম। মো.আনোয়ার খানের পিতা হাজী মো. শেরখান রামপাশা ইউনিয়ন পরিষদে ১৯৬০ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত এবং ১৯৭৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ।অত:পর রামপাশা সার্কেলের সরপঞ্চ হিসেবে দায়িত্ব পালন করেন অত্যন্ত সততার সাথে ।
মো.আনোয়ার খান স্থানীয় রামপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে উচ্চ শিক্ষার আশায় ভর্তি হন সিলেটের দি এইডেড স্কুলে । কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত নানা সমস্যার কারণে স্কুলের বারান্দা ছেড়ে পথ ধরেন বিলাতের পথে । দীর্ঘদিন যুক্তরাজ্য ও কুয়েতে থেকে দেশে ফিরে আসেন । দেশে ফিরে এসে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে যান। আর তার এসব কাজে বাবাই ছিলেন প্রেরণার উৎস । তার পিতার ইন্তেকালের পর চাচা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ্ব মাহমুদ জামান খান সমাজসেবায় এগিয়ে আসলে তিনিও এসব কাজ করতে আরো বেশী প্রেরণা পান । মো.আনোয়ার খান একলিমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি , উত্তর বিশ্বনাথ কলেজের দাতা সদস্য ,তপোবন হাউজিং কল্যান সমিতির সভাপতি , রামপাশা হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি ও জামে মসজিদের ক্যাশিয়ার , নুরুল কুলুব তাহফিজুল কোরআন সেন্টার সুরমা গেইটের সহ-সভাপতি, বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
মো.আনোয়ার খান ২০১১ সালে অনুষ্টিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বি.এন.পির মনোনয়নে চশমা প্রতীক নিয়ে ৫৪৩৬ টি ভোটে প্রথম বারের মত রামপাশা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচিত হন। বিশ্বনাথের প্রথম ব্যাক্তি হিসেবে বাবার পর পুত্র ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন মো আনোয়ার খান।
ব্যক্তিগত জীবনে তিনি ১৯৯৫ সালে রাজনা খানমের সাথে বিবাহ বন্দনে আবদ্দ হন । তাদের প্রথম সন্তান রিমা খানম মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বি.বি.এ এবং অপর সন্তান খায়রুজ্জামান খান আতিক ২০১৭ সালে বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে।