বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের সদুরগাঁও নিবাসী এক মুসলিম পরিবারে ১৯৩০ সালে আলহাজ্ব রমজান আলী জন্ম গ্রহণ করেন । প্রবীন সমাজসেবক ও রাজনীতিবিদ রমজান আলী বিশ্বনাথ রামসুন্দর হাইস্কুল থেকে শিক্ষা অর্জন করে কিছু দিন এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
আলহাজ্ব রমজান আলী ১৯৫৪ সালে প্রথম মুসলিম স্বরপঞ্চ নিযুক্ত হবার সাথে সাথে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। ১৯৬০ সালে তিনি যুক্তরাজ্য এসে প্রবাসের নতুন কর্মজীবন শুরু করেন। তিনি এখানকার সাহিত্য পরিষদের সভাপতি দায়িত্ব পালন করেন । তিনি একে একে তাজমহল ও তকদির রেস্টুরেন্ট নামে দুটি ব্যবসা প্রতিস্টান গড়ে তুলেন। ব্রিটেনে বর্নবাদি হামলার তীব্র নিন্দা ও এর বিরুদ্বে আন্দোলনে বলিস্ট ভূমিকা রাখেন।
রমজান আলী বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান গঠিত যুক্তরাজ্যে ষোল সদস্য বিশিষ্ট আওয়ামীলীগের কমিটিতে সহ সভাপতি ছিলেন।তিনি মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদের সাথে জড়িত মুক্তিসংগ্রামে অন্যন্য ভূমিকা রাখেন।প্রবাসী ভোটাধিকার আন্দোলন পরিষদের একজন আহবায়ক ও নর্থ কেন জিংটন বাংলাদেশ এসোসিয়েশনের এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন ।