বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বানিপাতা গ্রামের আব্দুল মজিদ চৌধুরীর তৃতীয় পুত্র আফরুজ মিয়া ১৯১৭ সালের অক্টোবরে জন্মগ্রহন করেন।বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক বার্মিহাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি ,বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব আফরুজ মিয়া বার্মিহাম শহরে বসবাস করতেন।
তিনি দার্জিলিং রেস্টুরেন্ট প্রতিষ্টা করেন ।তিনি অসংখ্য বাঙ্গালীর কর্মসুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন।তিনি ছিলেন অত্যন্ত সুন্দর মনের অধিকারী ।তাই সবার কাছে তিনি ছিলেন আপনজনের মত ।জনাব আফরুজ মিয়া একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন ।
তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন সহ স্বাধীনতা সংগ্রামে অন্যতম সংগঠক হিসেবে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন ।সমাজের সর্বস্থরের মানুষের সাথে তিনি ছিলেন সর্বদা আন্তরিক দায়িত্বশীল ।তার সমাজসেবা ও দানশীল মনোভাবের জন্য তিনি সমাজের সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র । তাকে এ জন্য লোকে হাতেম তাঈ বলে ডাকত । ২০০৫ সালের ৪ অক্টোবর আফরুজ মিয়া বার্মিহামে ইন্তেকাল করেন।