স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর আমরা পেরিয়ে এসেছি। ইতিমধ্যে সিলেট – ২ আসনে ১০টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এরমধ্যে ৮ জন ১০ বার বিজয়ী হয়েছেন। ৭ম ও ১০ম সংসদ নির্বাচন ব্যতিত বাকীগুলো ছিল অপেক্ষাকৃত অবাধ ও সুষ্ট নির্বাচন। ২০০৮ সালের পূর্ব পর্যন্ত অর্থাৎ ৯ম সংসদ পর্যন্ত সিলেট – ২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন প্রবাসী প্রার্থীই বিজয়ী হতে পারেননি। স্বাধীনতার দীর্ঘ ৩৭ বছর এবং ১ম সংসদের ৩৫ বছর পর ৯ম সংসদ নির্বাচনে এসে প্রথমবারের মত ১ম প্রবাসী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন শফিকুর রহমান চৌধুরী । বিএনপির তখনকার রানিং এমপি এম ইলিয়াস আলীকে সিলেটের রাজনীতিতে কেবল চমকই দেননি শফিকুর রহমান চৌধুরী । সেই নির্বাচনে তিনি এই আসনে আওয়ামীলীগের ১ম প্রার্থী হিসেবে লক্ষাধিক ভোট অর্জনের অনন্য রেকর্ডও গড়েন । শফিকুর রহমান চৌধুরী পান ১লক্ষ ৯হাজার ৩শত ৫৬টি ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দি এম . ইলিয়াস আলী পান ১ লক্ষ ৬ হাজার ৪০টি ভোট। এরপূর্বে সিলেট ২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে শাহ আজিজুর রহমানই সর্বোচ্চ ভোট পান । তিনি ২০০১ সালে এম. ইলিয়াস আলীর কাছে হেরে গেলেও ভোট পান ৫৫ হাজার ২ শত ৯১টি ভোট। যদিও ১৯৯৬ সালে তিনি ৪২ হাজার ২শত ৬৬টি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন। যদিও ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে আরেক প্রবাসী ইয়াহহিয়া চৌধুরী নির্বাচিত হন।তথাপি ভবিষ্যতে এই আসনে প্রথম প্রবাসী হিসেবে বিজয়ী হওয়ায় শফিকুর রহমান চৌধুরীর নামই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে।